একদম ফ্রিতে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এখনই আবেদন করুন

Subham

PM Surya Ghar Yojna apply online

Budget 2024 : গতকালই এদেশে বাজেট ঘোষণা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল (২৩ জুলাই, ২০২৪) দেশের সপ্তম সাধারণ বাজেট সকলের সামনে এনেছেন। যেখানে তিনি বিভিন্ন জিনিসের বাজেট পেস করেছেন, এখানেই তিনি প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা সম্পর্কে একটি বিরাট ঘোষণা করেন। এই বাজেটে জানান প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে ১ কোটি বাড়িতে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সম্পুর্ন বিনামূল্যে দেওয়া হবে। আপনারা চাইলেই এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের অনেক এই প্রকল্প সম্পর্কে জানেন না তাই আমি আজকে আপনাদের এই প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানাবো, আসুন তাহলে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানুন।

google news

কিভাবে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কালকে বাজেটে জানান ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা ‘-র অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করা হবে এবং সেখান থেকেই সেই সব বাড়িগুলি প্রত্যেক মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাবে। এর মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রায় দুই-তৃতীয়াংশ বিদ্যুৎ বিল সহজেই বাঁচাতে পারবেন। কেন্দ্র সরকার ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি তাদেরকে দেবে যারা এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করতে ইছুক। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশের সমস্ত জনগণের বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করা।

PM Surya Ghar Yojna -র আবেদন পদ্ধতি

যে কোনো মানুষ খুব সহজেই অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojna) প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি করতে হবে নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো, এই পদ্ধতি অনুসরণ করে সহজেই আবেদন করতে পারবেন।

  • প্রথমে https://www.pmsuryaghar.gov.in/ ওয়েবসাইটে যান।
  • তারপর “অ্যাপ্লাই ফর রুফটপ সোলার” অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি নিজের রাজ্য এবং পছন্দ মতো বিদ্যুৎ সংস্থাটিকে বেছে নিন।
  • তারপর আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস দিয়ে পূরণ করুন।
  • এরপর গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর দিয়ে লগইন করুন।
  • লগইন করার পর যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলি ভালোভাবে পূরণ করুন।
  • এরপর সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনটি সাবমিট করুন।

আবেদন করতে এখানে ক্লিক করুনApply Now

অনলাইনে আবেদন করার পর সরকারের তরফ থেকে অনুমতি পেয়ে গেলেই আপনি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করতে পারবেন। বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন হয়ে যাবার পর নেট মিটারের জন্য আবেদন করতে হবে, এবং এখান থেকেই আপনি ভর্তুকি পেয়ে যাবেন। তাহলে এবার খরচের ব্যাপারে জানা যাক, ধরুন আপনি যদি ৭০০ বর্গফুট জায়গায় ৩ কিলোওয়াট-এর সোলার প্যানেল ইনস্টল করেন, তাহলে সেখানে আপনার মোট খরচ পড়তে পারে প্রায় ৮০ হাজার টাকা। তবে কিন্তু আপনি এই প্রকল্পের অধীনে ৩৬ হাজার টাকা ভর্তুকি পেয়ে যাবেন। আপনাদের খেয়াল রাখতে হবে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment