ফনিক্স সাইকেল দাম ২০২৪ | Phoenix Bicycle price in Bangladesh 2024

Subham

ফনিক্স সাইকেল দাম

নমস্কার সকলকে, আমাদের প্রতিবেদনে ঢোকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো ফনিক্স সাইকেল দাম ২০২৪ সংক্রান্ত বিস্তারিত তথ্য। ফনিক্স হল আমাদের দেশের একটি জনপ্রিয় সাইকেল ব্র্যান্ড। তাই আজ আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে ফনিক্স কোম্পানির বেশ কিছু সাইকেলের মডেল ও তাদের দাম সম্পর্কে আপনাদের জানিয়েছি এই প্রতিবেদনের মাধ্যমে। আপনি যদি এই ফনিক্স সাইকেল দাম ও মডেল গুলি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news
ফনিক্স সাইকেল দাম

আরও জানুন :- আজ চিজ এর দাম কত ২০২৪

ফনিক্স সাইকেল দাম ২০২৪

ছোট, বড়ো আমরা সকলের সাইকেল চড়ে থাকি, তা এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াতের প্রয়োজনে। আর এখনকার উঠতি বয়সের ছেলে-মেয়েদের কাছে এই ফনিক্স কোম্পানির সাইকেল বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

নিচের তালিকায় আমরা আপনাদের এই ফনিক্স কোম্পানির বেশ কিছু সাইকেল এর মডেল নম্বর ও তাদের দাম সম্পর্কে আলোচনা করলাম। আপনি যদি এই ফনিক্স কোম্পানির সাইকেল কেনার চিন্তা-ভাবনা করে থাকেন, তাহলে নিচের তালিকাটি ভালো করে দেখুন।

-: ফনিক্স সাইকেল দাম ২০২৪ :-

মডেলবাংলাদেশের দাম
Phoenix Super Balanced Bicycle৫,০০০ টাকা।
Phoenix impulse Bicycle৬,৫০০ টাকা।
Phoenix kool Bicycle৬,৯৯৯ টাকা।
Phoenix raptors Bicycle৭,০০০ টাকা।
Phoenix kubo Bicycle৭,৮০০ টাকা।
Phoenix Tornado 26 cycle১২,৫০০ টাকা।
Phoenix Cortex Full Alloy১২,০০০ টাকা।
Phoenix Tornado 24-Speed Bicycle১১,৫০০ টাকা।
Phoenix impuls Non Gear১১,০০০ টাকা।
Phonenix Harod 02 Cycle১৬,০০০ টাকা।
Phoenix Harod 01 Cycle১৫,০০০ টাকা।
Phoenix Hurricane Pro 2.0১৪,৫০০ টাকা।
Phoenix Tornado High Rim১২,৫০০ টাকা।
Phoenix Tornado Non Gear১১,০০০ টাকা।

আরও জানুন :- আজকে ইলিশ মাছের দাম কত 

ফনিক্স সাইকেল সম্পর্কিত বিশেষ তথ্য

  • এই কোম্পানির সাইকেলের দাম অবস্থান ও বিক্রেতার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।
  • এই কোম্পানির ব্যবহৃত সাইকেল বা প্রাণ মডেলের সাইকেলের দাম কম হতে পারে।
  • বাজারে লঞ্চ হওয়া নতুন মডেলের সাইকেল গুলির দাম তুলনা-মূলক ভাবে বেশি হতে পারে।

ফনিক্স কোম্পানির সাইকেল কেনার সুবিধা

  • এই কোম্পানির সাইকেলগুলি খুবই টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
  • এই কোম্পানির সাইকেলগুলির দাম সাধারণ মানুষের আয়ত্যের মধ্যে হয়ে থাকে।
  • এই কোম্পানির সাইকেলগুলির মধ্যে অনেক ধরনের মডেল দেখতে পাওয়া যায় এবং প্রত্যেক মডেলের বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়ে থাকে।
  • এই কোম্পানির সাইকেলগুলি কিনে আপনি যদি ভবিষ্যতে কোনো বিপদে পড়েন তাহলে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি খুব সহজেই রিপেয়ার করে নিতে পারবেন।

আরও জানুন :- আজ বাংলাদেশে ১ ভরি রুপার দাম কত

শেষ কথা

আশা করি, আপনারা আমাদের এই প্রতিবেদনটি পড়ে উপকৃত হয়েছেন। আপনি যদি আপনাদের এই প্রতিবেদনটি পড়ে ‘ফনিক্স সাইকেল দাম ২০২৪’ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে থাকেন, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনি আপনার সকল পরিচিত মানুষের সাথে শেয়ার করে দিন,যাতে তারাও সঠিক দাম সম্পর্কে ধারণা পেতে পারে। আমাদের দেশের এই রকম নিত্যপ্রয়জনীয় জিনিসের দাম ও বিভিন্ন স্বর্ণের মূল্য সম্পর্কে সঠিক ধারণা পেতে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করুন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment