National AYUSH Mission Recruitment 2024 :- রাজ্যের যে সকল চাকরিপ্রার্থী একটি চাকরির অপেক্ষায় অনেকদিন থেকে বসে আছেন, তাদের জন্য বিশেষ সুখবর। রাজ্যের স্বাস্থ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়া, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরও জানুন :- NPCIL Recruitment 2024: মাধ্যমিক পাশে প্রচুর পরিমানে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
National AYUSH Mission Recruitment 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য
স্বাস্থ দফতর কর্তৃক আয়োজিত নিয়োগ প্রক্রিয়ায় আপনি এই দেশের, এই রাজ্যের যেকোনো জেলার স্থায়ীবাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ায় পরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। রাজ্যের সকল চাকরিপ্রার্থীরাই এই চুক্তিভিত্তিক পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের তালিকাটি ভালো করে দেখুন।
বিষয় | বিবরণ |
---|---|
নোটিশ নং | DH&FWS/APD/24-25/396 |
পদের নাম | Multi Purpose Worker |
মোট শূন্যপদ | 2 টি। |
শিক্ষাগত যোগ্যতা | এই পদটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নূন্যতম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। এর পাশাপাশি সমস্ত চাকরিপ্রার্থীদের অবশ্যই 1 বৎসর কম্পিউটারের ওপর ডিপ্লোমা করা থাকতে হবে। |
বয়সসীমা | এই পদটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স 21 বৎসর থেকে 40 বৎসরের মধ্যে হতে হবে। |
মাসিক বেতন | এই চুক্তিভিত্তিক পদে আপনি যদি চাকরির জন্য নির্বাচিত হন, তাহলে আপনাকে মাসিক বেতন হিসাবে 15,000 টাকা দেওয়া হবে। |
আবেদনের শেষ তারিখ | 29/08/2024 |
আরও জানুন :- ICDS Worker Requirement 2024 :- প্রচুর পরিমানে জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, জানুন কিভাবে আবেদন করবেন
আবেদন পদ্ধতি (National AYUSH Mission Recruitment 2024)
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে, আবেদন প্রক্রিয়াটি আপনাকে অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সবার প্রথম আপনাকে আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া ফর্মটি ডাউনলোড করে প্রিন্টআউট করে নিতে হবে। তারপর সমস্ত ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এরপর আপনাকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ফর্মটির সাথে এটাচ করতে হবে। সবশেষে পূরণ করা আবেদনপত্র এবং নথিপত্রগুলি একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট জেলা দপ্তরের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা (National AYUSH Mission Recruitment 2024)
Office of the Chief Medical Officer of Health and Member Secretary, D.H. & F.W.S. Babupara, Maya Talkies Road, Ward No. XII, P.O. & Dist. : Alipurduar, PIN : 736121
আরও জানুন :- BRO Recruitment 2024: প্রচুর শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশ করা থাকলেই করুন আবেদন – জানুন বিস্তারিত
আবেদন ফি (National AYUSH Mission Recruitment 2024)
এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনি যদি OBC/GEN অথবা EWS প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি বাবদ 100 টাকা জমা করতে হবে। আর আপনি যদি SC/ST অথবা PWBD প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি বাবদ 50 টাকা জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি (National AYUSH Mission Recruitment 2024)
এই পদে নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিশ : Download
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here
আবেদন পত্র : Download
What’s App Channel :- Join Now