মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি জেনে নিন

Subham

মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ :- আমরা যারা MTS ও হাবিলদার পদে চাকরির জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছি, তাদের জন্য সুখবর নিয়েই এসেছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC। কারণ, SSC এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে MTS ও হাবিলদার পদে মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়ে মোট ৮,৩২৬ জন চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে বলে জানিয়েছে। আপনি যদি মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

google news
মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

SSC নিয়ে এলো MTS ও হাবিলদার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যার সম্পর্কে বিস্তারিত তথ্য নিচের তালিকাটিতে দেওয়া হল। আপনি যদি SSC দ্বারা আয়োজিত MTS ও হাবিলদার পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটিতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই নিচের তালিকাটি ভালো করে দেখে নিন।

বিষয়বিবরণ
নোটিশ প্রকাশের তারিখ২৭/০৬/২০২৪
পদের নামMTS ও হাবিলদার।
মোট শূন্যপদ৮,৩২৬ টি।
শিক্ষাগত যোগ্যতাSSC দ্বারা আয়োজিত এই MTS ও হাবিলদার পদের ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে, আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করতে হবে।
বয়সসীমাSSC দ্বারা আয়োজিত এই MTS ও হাবিলদার পদের জন্য আপনার বয়স ৩১/০৬/২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বৎসরের মধ্যে হতে হবে ও MTS পদের জন্য আপনার বয়স ৩১/০৬/২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বৎসরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী আপনি যদি OBC প্রার্থী হন তাহলে ৩ বৎসর ছাড় পাবেন ও আপনি যদি SC/ST প্রার্থী হন তাহলে আপনি ৫ বৎসর বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতনMTS ও হাবিলদার পদে মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আবেদন শুরুর তারিখ২৭/০৬/২০২৪
আবেদনের শেষ তারিখ৩১/০৭/২০২৪

নিয়োগ পদ্ধতি

SSC দ্বারা আয়োজিত এই MTS ও হাবিলদার পদের ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষা ও PET, PST এর মাধ্যমে সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

SSC দ্বারা আয়োজিত এই MTS ও হাবিলদার পদে চাকরির জন্য সমস্ত চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সবার প্রথম আপনাকে আপনার ওয়েবব্রাউজারে https://ssc.nic.in/ লিখে সার্চ করতে হবে। এরপর, আপনার সামনে যে প্রোটালটি খুলবে সেখানে ‘Sign In’ বিকল্পটি চলে আসবে।

এই প্রোটালে আপনার যদি একাউন্ট থাকে, তাহলে ইউসার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, আর যদি এই প্রোটালে আপনার একাউন্ট না থাকে ‘Sign Up’ এ ক্লিক করে নতুন একাউন্ট খুলে ‘Sign In’ করুন। তারপর, আপনি আবেদন পত্রটি পূরণ করে ও সমস্ত ডকুমেন্ট আপলোড করে ‘Submit’ এর ওপর ক্লিক করুন। তারপর, আবেদন মূল্য দিয়ে আপনার একনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিন। যা আপনার ‘Admit Card’ ডাউনলোড করতে কাজে লাগবে।

আবেদন ফি

SSC দ্বারা আয়োজিত এই MTS ও হাবিলদার পদে আবেদন করতে জেনারেল ও OBC প্রার্থীদের ১০০ টাকা দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। কিন্তু আপনি যদি একজন SC/ST/PWD প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার কোনো রকম আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ লিংক

  অফিসিয়াল নোটিশ : Download

 অফিসিয়াল ওয়েবসাইট : Click Here

শেষ কথা

সকলকে অশেষ ধন্যবাদ,আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য। আমাদের এই সাইটে আমরা প্রতিনিয়ত নতুন ফোনের আপডেট, নতুন গাড়ির আপডেট,সরকারি নিয়োগ ও প্রকল্প এবং বিভিন্ন বস্তুর বর্তমানে সঠিক দাম কত চলছে সেই সম্পর্কে আপডেট দিয়ে থাকি। আপনি যদি নতুন ফোনের আপডেট, নতুন গাড়ির আপডেট, সরকারি নিয়োগ ও প্রকল্প এবং বিভিন্ন বস্তুর বর্তমানে সঠিক দাম কত চলছে এই সম্পর্কে আপডেটেড থাকতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিসিট করতে পারেন।

এছাড়াও, মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি জেনে নিন এই সম্পর্কে সঠিক তথ্য পেয়ে থাকেন তাহলে আমাদের এই পোস্টটি আপনার চেনা মানুষদের সাথে শেয়ার করে দেবেন ও এই পোস্টটি সম্পর্কে বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি তা কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার সমস্ত কমেন্টের গুরুত্ব সমানভাবে দেব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment