LIC Agent Income: ভারতবর্ষে লক্ষাধিক LIC এজেন্ট রয়েছে, তাদের মাসিক ইনকাম কত আপনি কি জানেন ?

Subham

LIC Agent Income

LIC Agent Income: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC-র কথা শোনেননি এমন মানুষ খুঁজলেও হয়তো পাওয়া যাবে না। কিন্তু আপনারা কি জানেন একজন LIC এজেন্টের ইনকাম কত ? জানলে আপনিও চমকে যাবেন। তবে এই এজেন্টরা যেকোনো পলিসি বিক্রি করার জন্য রাতদিন এক করে কঠোর পরিশ্রম করেন। পলিসি বিক্রি যেমন তাদের কাজ, তেমনি সেই পিলিসি গ্রাহকদের অনেক কাজে লাগে। যার কারণেই প্রত্যেক এজেন্টের ইনকাম অনেক।

google news

কত LIC এজেন্ট রয়েছে ভারতবর্ষে ? (LIC Agent Income)

  • ভারতীয় অর্থমন্ত্রকের সামনে প্রস্তুত করা তথ্য অনুযায়ী সরকারি খাতের জীবন বীমা কোম্পানির অধীনে সারা দেশে 13,90,920 এজেন্ট রয়েছে।
  • বড়ো বড়ো রাজ্যের কথা যদি বলা হয়, যেমন উত্তরপ্রদেশে দেশের সব থেকে বেশি সংখ্যক LIC এজেন্ট রয়েছে, প্রায় ১.৮৪ লক্ষের বেশি এবং তাদের মাসিক গড় আয় হলো ১১,৮৮৭ টাকা।
  • এছাড়া মহারাষ্টের মতো রাজ্জ্যে LIC এজেন্ট রয়েছে প্রায় ১.৬১ লাখের বেশি এবং তাদের মাসিক গড় আয় ১৪,৯৩১ টাকা।
  • আমাদের রাজ্য এই তালিকায় পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম সংখ্যক এলআইসি এজেন্টরা রয়েছে। এরাজ্যে প্রায় ১,১৯,৯৭৫ জন আক্টিভ LIC এজেন্ট রয়েছে। এদের মাসিক আয় হলো ১৩,৫১২ টাকা।
  • এছাড়াও তামিলনাড়ুতে 87,347 জন এলআইসি এজেন্ট রয়েছেন, তাঁদের গড় মাসিক আয় 13,444 টাকা।
  • একই সময়ে, কর্ণাটকে 81,674 এজেন্ট রয়েছেন, যাদের গড় মাসিক আয় 13,265 টাকা।
  • রাজস্থানে এলআইসি এজেন্টের সংখ্যা 75,310, মাসিক আয় 13,960 টাকা।
  • মধ্যপ্রদেশে, 63,779 এজেন্ট রয়েছেন, গড় মাসিক আয় 11,647 টাকা।
  • দিল্লি-এনসিআর-এ LIC-এর 40,469 এজেন্ট রয়েছেন, যাদের গড় মাসিক আয় 15,169 টাকা।

আরও পড়ুন >> Indian Bank Recruitment 2024: রাজ্যে ব্যাঙ্কিং সেক্টরে বিপুল পরিমানে কর্মী নিয়োগ! সুযোগ হাতছাড়া করবেন না, আবেদন করুন আজই

তুলনামূলক LIC এজেন্টদের মাসিক আয় কম হিমাচল প্রদেশে

অর্থ মন্ত্রকের সামনে উপস্থাপিত হওয়া তথ্য অনুযায়ী এদেশের সবথেকে বড়ো বীমা সংস্থা এলআইসি জানিয়েছে হিমাচল প্রদেশে LIC এজেন্টদের মাসিক ইনকাম সবথেকে কম। হিমাচল প্রদেশের এলআইসি এজেন্টরা প্রতি মাসে মাত্র 10,328 টাকা আয় করেন। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কাজ করা এলআইসি এজেন্টদের উপার্জনের তুলনায় এটি সর্বনিম্নই বটে। জানা গিয়েছে, যে হিমাচল প্রদেশে LIC-এর 12,731 এজেন্ট কাজ করছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে LIC এজেন্টের মাসিক আয় বেশি

অর্থ মন্ত্রককে দেওয়া তথ্যে, এলআইসি বলেছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কর্মরত লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এজেন্টদের মাসিক আয় দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি বলে বিবেচিত হয়। এখানে এজেন্টদের গড় মাসিক আয় সর্বোচ্চ 20,446 টাকা। জানা গিয়েছে, যেখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এলআইসি এজেন্টের সংখ্যা সর্বনিম্ন 273।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment