IMU Recruitment 2024: প্রকার পরিমানে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানে নিন একটি ক্লিকে

Subham

Updated on:

IMU Recruitment 2024

IMU Recruitment 2024 :- আমাদের রাজ্যের যে সকল চাকরিপ্রার্থী অনেকদিন থেকে একটি ভালো চাকরির খোঁজ করছেন, তাদের জন্য বিশেষ সুরুখবোৰ নিয়ে এল IMU অর্থাৎ ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভারসিটি। সম্প্রতি IMU অর্থাৎ ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভারসিটির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। আপনি যদি এই নিয়োগ পদ্ধতি, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news
IMU Recruitment 2024

আরও জানুন :- Presidency University Recruitment 2024: কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, আবেদন করুন এখনই

IMU Recruitment 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য

IMU অর্থাৎ ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভারসিটি কর্তৃক আয়োজিত নিয়োগ প্রক্রিয়ায় আপনি এই দেশের, এই রাজ্যের যেকোনো জেলার স্থায়ীবাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ায় পরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের তালিকাটি ভালো করে দেখুন।

বিষয়বিবরণ
নোটিশ নংIMU-HQ/R/NT/2024/01
পদের নামসহকারি।
মোট শূন্যপদ27 টি।
শিক্ষাগত যোগ্যতাএই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হলে আবেদনকারীদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা থাকতে হবে।
বয়সসীমাএই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হলে আবেদনকারীদের বয়স অবশ্যই 01/08/2024 তারিখ অনুযায়ী 35 বৎসরের মধ্যে হতে হবে।
মাসিক বেতনআপনি যদি এই পদে চাকরি করার জন্য নির্বাচিত হন, তাহলে আপনাকে মাসিক বেতন হিসাবে প্রতি মাসে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত দেওয়া হবে।
আবেদন শুরুর তারিখ09/08/2024
আবেদনের শেষ তারিখ30/08/2024

আরও জানুন :- National AYUSH Mission Recruitment 2024: চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিন মাত্র একটি ক্লিকে

আবেদন পদ্ধতি (IMU Recruitment 2024)

IMU অর্থাৎ ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভারসিটি কর্তৃক আয়োজিত এই পদগুলির জন্য আবেদন করতে হলে আপনাকে আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সবার প্রথম আপনাকে আপনার ওয়েবব্রাউজারে গিয়ে https://jobapply.in/imu2024/ লিখে সার্চ করতে হবে। তারপর, আপনার সামনে যে পেজটি খুলবে ওখানে ‘New Registration’ অপশনটিতে ক্লিক করে আপানাকে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে নিতে হবে। তারপর, আপনাকে ‘Login’ করে নিতে হবে। এরপর, সঠিক নোটিশটি আপনাকে খুঁজে নিয়ে ‘Apply’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর, আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এরপর, সমস্ত প্রয়জনীয় ডকুমেন্ট আপলোড করে দিয়ে ‘Submit’ এর ওপর ক্লিক করতে হবে। তারপর, আপনাকে নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে। এরপর, আপনাকে আপনার ‘Acknowledgement Slip’ টি ডাউনলোড করে নিতে হবে, যা আপনার ‘Admit Card’ ডাউনলোড করার সময় কাজে লাগবে।

আবেদন ফি (IMU Recruitment 2024)

এই পদটিতে আবেদন করতে হলে আপনি যদি OBC/GEN অথবা EWS প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি বাবদ 1,000 টাকা জমা করতে হবে। আর আপনি যদি SC/ST অথবা PWBD প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি বাবদ 700 টাকা জমা করতে হবে।

আরও জানুন :- NPCIL Recruitment 2024: মাধ্যমিক পাশে প্রচুর পরিমানে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

নিয়োগ পদ্ধতি (IMU Recruitment 2024)

IMU অর্থাৎ ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভারসিটি কর্তৃক আয়োজিত এই পদে নিয়োগ প্রক্রিয়া মোট দুটি ধাপে সম্পন্ন করা হবে। সবার প্রথম আপনাকে একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ন হবার পর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই দুটি ধাপে আপনি যদি উত্তীর্ন হন তাহলে আপনাকে নিয়োগ পত্র দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিশ : Download

অফিসিয়াল ওয়েবসাইট : Click Here

অনলাইনে আবেদন : Apply Now

What’s App Channel :- Join Now

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment