ICDS Worker Requirement 2024 :- রাজ্যের যে সকল মহিলা চাকরিপ্রার্থী বহুদিন থেকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করবেন বলে অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য সুখবর। বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগণা জেলার পর এবার দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে জেলায় বেশ কয়েকটি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করবে সরকার। আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে চান বা এই নিয়োগ প্রক্রিয়া, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরও জানুন :- BRO Recruitment 2024: প্রচুর শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশ করা থাকলেই করুন আবেদন – জানুন বিস্তারিত
ICDS Worker Requirement 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য
দক্ষিণ দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত নিয়োগ প্রক্রিয়ায় আপনি এই দেশের, এই রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ীবাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ায় শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের তালিকাটি ভালো করে দেখুন।
বিষয় | বিবরণ |
---|---|
নোটিশ নং | 343/ICDS/G |
পদের নাম | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। |
মোট শূন্যপদ | 75 টি। (UR- 26 টি, SC- 18 টি, ST- 5 টি, OBC- 18 টি)। |
শিক্ষাগত যোগ্যতা | এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য কোনো ডিগ্রি পাশ করতে হবে। |
বয়সসীমা | এই পদগুলিতে আবেদন করতে হলে আপনার বয়স অবশ্যই 18 বৎসর থেকে 35 বৎসরের মধ্যে হতে হবে। |
আবেদনের শেষ তারিখ | 25/08/2024 |
আবেদন পদ্ধতি (ICDS Worker Requirement 2024)
দক্ষিণ দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত এই পদগুলির জন্য আবেদন করতে হলে আপনাকে আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সবার প্রথম আপনাকে আপনার ওয়েবব্রাউজারে গিয়ে https://recruitmentdd.in/ লিখে সার্চ করতে হবে। তারপর, আপনার সামনে যে পেজটি খুলবে ওখানে সঠিক নোটিশটি আপনাকে খুঁজে নিয়ে ‘Apply’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর, আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এরপর, সমস্ত প্রয়জনীয় ডকুমেন্ট আপলোড করে দিয়ে ‘Submit’ এর ওপর ক্লিক করতে হবে। এরপর, আপনাকে আপনার ‘Acknowledgement Slip’ টি ডাউনলোড করে নিতে হবে, যা আপনার ‘Admit Card’ ডাউনলোড করার সময় কাজে লাগবে।
আরও জানুন :- West Bengal SET 2024: অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন এখনই
নিয়োগ পদ্ধতি (ICDS Worker Requirement 2024)
এই পদগুলিতে নিয়োগ মোট দুটি ধাপের মাধ্যমে সম্পন্ন করা হবে। সবার প্রথম আপনাকে একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। এই লিখিত পরীক্ষায় পাশ করলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে পাশ করলেই আপনাকে সরাসরি নিয়োগ পত্র দিয়ে দেওয়া হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস (ICDS Worker Requirement 2024)
এই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষাটি মোট 90 নম্বরের মধ্যে নেওয়া হবে। যা সমন্ধে বিস্তারিত তথ্য নিচের তালিকায় দেওয়া হল………
- প্রবন্ধ রচনা – 15 নম্বর
- পাটিগণিত – 20 নম্বর
- পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – 15 নম্বর
- ইংরেজি – 20 নম্বর
- সাধারণ জ্ঞান – 20 নম্বর
আরও জানুন :- WB Group D & C Recruitment 2024: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিশ : Download
অনলাইনে আবেদন : Apply Now
What’s App Channel :- Join Now