PM MUDRA YOJONA বেকার যুবকদের ব্যাবসার জন্য ২০ লক্ষ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার, আবেদন করার সঠিক পদ্ধতি দেখুন

Subham

PM Mudra Yojona

PM Mudra Yojona: বিগত কয়েক বছর ধরে কেন্দ্র এবং রাজ্য সরকার সকল সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প বাস্তবায়ন করেছে। এরই মাঝে দেশের যুবকদের সাবলম্বী করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana – PMMY) নামে এই প্রকল্পের কিছু পরিবর্তন সামনে এনেছে। এর আগে এই প্রকল্পে দেশের যুবকদের ব্যবসা শুরু করার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো। তবে এইবারের বাজেটে PMMY Loan-এর পরিমাণ আরও বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। আজকে আমি আপনাদের এই প্রকল্পে করা এবং কিভাবে আবেদন করতে পারবেন তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো।

google news

দেশের যুবকদের ২০ লক্ষ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার

বর্তমান সময়ে এদেশের বেকারত্ব সমস্যা বিরাট রূপ ধারণ করেছে, আর এই সমস্যা থেকে বেকার যুবকদের বার করে আনতে কেন্দ্র সরকার “প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা” নামে প্রকল্পটি সামনে এনেছে। অনেক যুবক আছেন যারা টাকার অভাবের কারণে নিজের ব্যবসা শুরু করতে পারছেন না তাদের জন্যই এই বিশেষ পদক্ষেপ। এর আগে পর্যন্ত এই প্রকল্পে ব্যাবসা শুরু করার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো, এইবারের বাজেটে PM Mudra Yojona Loan-এর পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ ২০ লক্ষ টাকা।

অবশ্যই পড়ুন: এইবার সকলকে কেন্দ্র দেবে ৫০০০ টাকা প্রতি মাসে, এর জন্য কি করতে হবে জানুন বিস্তারিত

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona)

সর্বপ্রথম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona) ২০১৫ সালে দেশের বেকারদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার এই যোজনা চালু করে। প্রথমে এই প্রকল্পের অধীনে, অ-কর্পোরেট এবং অ-কৃষি উদ্দেশ্যের জন্য লোন দেওয়া করা হয়। এখানে মোট ৩টি বিভাগে ১০ লক্ষ্য টাকা পর্যন্ত জামানতমুক্ত ঋণ পেতে পারেন নিজের ব্যবসা শুরু করার জন্য।

  • শিশু ঋণ – এতে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
  • কিশোর ঋণ – এতে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
  • তরুণ ঋণ – এতে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।

যদিও সময়ের পরিবর্তনের সাথে লোনের পরিমান বৃদ্ধির কথা ঘোষণা করা হয় এইবারের বাজেটে। এখন থেকে আপনারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona) এর অধীনে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে।

PM Mudra Yojona-র সুবিধা গুলি

PM Mudra Yojona এর অধীনে আপনি জামানতমুক্ত ঋণ নিতে পারবেন, এবং এতে কোনো প্রসেসিং ফি লাগে না।

  1. ঋণ পরিশোধ করার জন্য ১২ মাস থেকে ৫ বছর পর্যন্ত সময় পাবেন।
  2. আপনি যদি ৫ বছরে লোনের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আরও ৫ বছর সময় পাবেন।
  3. এপ্রুভ হওয়া সম্পূর্ন ঋণে সুদ দিতে হবে না, শুধুমাত্র মুদ্রা কার্ডের মাধ্যমে উত্তোলন করা টাকার উপর সুদ দিতে হবে।
  4. অংশীদারি ব্যাবসার ক্ষেত্রেও লোন পাবেন, এবং এতে ঋণের তিনটি বিকল্প পাবেন।

অবশ্যই পড়ুন: SBI গ্রাহকরা অবশ্যই এই ৪ টি স্পেশাল স্কিমগুলি সম্পর্কে জেনে রাখুন, এতেই ধনী হতে পারবেন

কোন ব্যাক্তিরা এই যোজনায় আবেদন করতে পারবেন

এই যোজনায় আবেদন করার জন্য আপনাকে একজন স্থায়ী ভারতীয় নাগরিক হতে হবে। সাথেই আপনার বয়স ১৮ বছরের উপরে হতে হবে। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্টে থাকা অবশ্যই দরকার। খেয়াল রাখতে হবে আপনার যেন কোনো রকম ব্যাংক ডিফল্ট হিস্ট্রি না থাকে। সাথেই কি ব্যবসা করবেন তার একটা সঠিক পরিকল্পনা থাকতে হবে এবং মনে রাখবেন কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যাবসার ক্ষেত্রে লোন দেওয়া হবে না।

PM Mudra Yojona-র জন্য আবেদন পদ্ধতি

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojona)-র জন্য কিভাবে আপনারা আবেদন করবেন সেগুলি নিচে ভালোভাবে দেওয়া হলো।

  • প্রথমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ‘mudra.org.in’ তে যেতে হবে।
  • তারপর হোম পেজে আপনার পছন্দের বিভাগের ঋণ নির্বাচন করুন।
  • এরপর আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে, সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করুন।
  • আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করুন।
  • এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে নিকটবর্তী ব্যাংকে জমা দিন।

আবেদন করতে এখানে ক্লিক করুনApply Now

উপরে দেওয়া পদক্ষেপ গুলি সুম্পূর্ণ হওয়ার পর ব্যাংক আপনার আবেদনপত্র যাচাই করে দেখবে। আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর ১ মাসের মধ্যে লোনের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশাকরি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে এবং করা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment