আজকে ইলিশ মাছের দাম কত | Hilsa Fish Price in Bangladesh 2024

Subham

ইলিশ মাছের দাম

Hilsa Fish Price in Bangladesh 2024 :- নমস্কার সকলকে, আমাদের প্রতিবেদনে ঢোকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো আজকে ইলিশ মাছের দাম কত চলছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য। আমাদের বাংলাদেশে ও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই সময় ইলিশ মাছের ব্যাপক চাহিদা দেখতে পাওয়া যায়। সাধারণত জুন মাস থেকে অক্টবর মাস পর্যন্ত আমাদের বাঙালিদের মধ্যে ইলিশ মাছ খাবার এই প্রবল ইচ্ছাটি দেখতে পাওয়া যায়।

google news

তাই আমরা সকলেই জানতে চাই আজ বাজারে ইলিশ মাছের দাম কত চলছে। আপনি যদি একজন ইলিশ মাছ প্রেমী মানুষ হয়ে থাকেন বা আজকে আমাদের বাংলাদেশে মাছের দাম কত চলছে এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

ইলিশ মাছের দাম

আরও জানুন :- 1 ভরি রুপার দাম কত বাংলাদেশে | 1 ভরি রুপার দাম কত চলছে বাংলাদেশে

খোলা বাজারে আজকে ইলিশ মাছের দাম

আমরা সকলেই জানি ইতিমধ্যে আমাদের দেশ থেকে ভারতে ইলিশ মাছের রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। তার সত্যেও বেশ কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে, বাজারে ইলিশের দাম আগুন। আজ আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আজকে ইলিশ মাছের দাম কত চলছে এই সম্পর্কে আপনাদের জানিয়েছি।

আমরা সকলেই জানি ইলিশ মাছের দাম তার ওজনের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। আপনি যদি আজ বাজারে কত ওজনের ইলিশ মাছ কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচের তালিকাটি ভালো করে দেখুন। রাজধানী ঢাকার কারওয়ান বাজার, রামপুরা, বাড্ডা কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে আজ বাজারে কত ওজনের ইলিশ মাছ কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে তা নিচের তালিকায় দেওয়া হল।

-: Hilsa Fish Price in Bangladesh 2024 :-

ইলিশের ওজনদাম / কেজি
১.৫ কেজি১,৮০০ টাকা থেকে ২,০০০ টাকা।
১ কেজি১,৪০০ টাকা থেকে ১,৬০০ টাকা।
৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম৯০০ টাকা থেকে ১,১০০ টাকা।
২৫০ গ্রাম৭০০ টাকা থেকে ৭৫০ টাকা।

আরও জানুন :- ১ ভরি সোনার দাম কত || ১ ভরি সোনার দাম কত সঠিক দামটি জানুন

ঘাটে আজকে ইলিশ মাছের দাম

যেহেতু এই বৎসর নদীতে ইলিশের পরিমাণ কম, তাই ঘাটেও এই বৎসর ইলিশের দাম বেশ চড়া। আমরা নদীতে ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কিছু জেলের সাথে কথা বলেছি, যাদের মধ্যে বেশির ভাগ জেলেই জানিয়েছেনা এই বৎসর নদীতে ইলিশ মাছের দেখা নেই বললেই চলে। তার পরেও তারা নদীতে জাল ফেলছেন, যদি মাছ পড়ে সেই আসায়। নদীতে মাছ ধরতে গিয়ে বেশিরভাগ জেলেকেই খালি হাতে ফিরতে হচ্ছে।

যেই সকল জেলে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা থাকার সত্যেও জাল ফেলতে যাচ্ছেন তারা জানান, আমরা যেই পরিমাণ মাছ ধরছি তা বিক্রি করলে মহাজন কী পাবেন আর আমরা কী নেব সেই নিয়ে সংশয় আছে। তবুও, যেই পরিমান মাছ ধরা পড়েছে তার ঘটে দাম কিরকম চলছে সেই সম্পর্কে আমাদের নিচের তালিকায় আলোচনা করা হল।

-: Hilsa Fish Price in Bangladesh 2024 :-

ইলিশের ওজনগত বৎসর দাম প্রতি মনএই বৎসর দাম প্রতি মন
১ কেজির ওপর৫৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা।৬৬,০০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা।
৬০০ গ্রাম থেকে ১ কেজি৪৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা।৫৫,০০০ টাকা থেকে ৫৭,০০০ টাকা।

নদী বা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনেক জেলেকে বিপদের মুখেও পড়তে হচ্ছে। যেহেতু এই সময় আবহাওয়ার ভ্রূকুটি দেখা দিয়েছে। জেলেরা যাদের জালে মাছ ধরা না পড়ার কারণ হিসাবে জানিয়েছেন এই বৈরী আবহাওয়া, অবৈধ জালে মাছ শিকার, ট্রলিং জাহাজের দাপট ইত্যাদি নানা কারণ।

Source..

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment