GP Birla Scholarship 2024-2025: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন ৫০,০০০ টাকা

Subham

Updated on:

GP Birla Scholarship 2024-2025

GP Birla Scholarship 2024-2025 :- সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল পড়ুয়া দের জন্য সুখবর নিয়ে এল জিপি বিড়লা স্কলারশিপ। ইতিমধ্যেই প্রতি বৎসরের ন্যায় 2024-2025 সালের জন্য জিপি বিড়লা স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের যে সকল মেধাবী ছাত্রছাত্রী আর্থিকভাবে দুর্বল হবার কারণে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেন না, সেই সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য দেওয়া হয়। আপনি যদি এই বৎসর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হয়ে থাকেন বা এই স্কলারশিপটি পেতে হলে আপনার কি যোগ্যতার প্রয়োজন, কত পার্সেন্ট নম্বর পেলে এই স্কলারশিপটি আপনি পাবেন, এই স্কলারশিপটির জন্য আপনি কিভাবে আবেদন করবেন ইত্যাদি সম্পর্কে এই প্রতিবেদনের মাধমে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম।

google news
GP Birla Scholarship 2024-2025

আরও জানুন :- e Shram Card-এ ১০০০ টাকা করে ঢুকতে শুরু করে দিয়েছে, আপনার নাম আছে নাকি এখন থেকে দেখে নিন

GP Birla Scholarship 2024-2025 সংক্রান্ত বিস্তারিত তথ্য

আপনি যদি এই বৎসর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি আনন্দের খবর নিয়ে আপনাদের জন্য এই প্রতিবেদন। এই GP Birla Scholarship পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রী মেধাবী এবং এর সাথে আর্থিকভাবে দুর্বল, সেই সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করে স্নাতক কোর্সে ভর্তি হতে চান, তাদের বৎসরে 50,000 টাকা ও এককালীন বই কেনার জন্য 7,000 টাকা করে দেওয়া হয়, যাতে করে সকল ছাত্রছাত্রী ভালোভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।

আপনি যদি এই স্কলারশিপের সুবিধা গুলি উপভোগ করতে চান বা এই সুযোগটি হাতছাড়া করতে না চান তাহলে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

GP Birla Scholarship এর নিয়মাবলী

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনার যা যা কাইটেরিয়া থাকতে হবে সেগুলি নিচের তালিকায় দেওয়া হল। আপনার যদি এই কাইটেরিয়া গুলি থাকে তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আসুন নিচের তালিকা থেকে কাইটেরিয়া গুলি জেনে নেওয়া যাক।

  1. আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আপনাকে অবশ্যই 2024 সালে উচ্চমাধমিক পাশ করতে হবে।
  3. আপনি যদি WBCHSE বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনাকে 85% নম্বর পেতে হবে, এছাড়া আপনি যদি ISC/CBSE বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 90% নম্বর পেতে হবে।
  4. বার্ষিক পরিবারের আয় 3 লক্ষ টাকার কম হতে হবে।

আরও জানুন :- Indian Oil Recruitment 2024: প্রচুর শূন্যপদে নিয়োগ, আবেদন করুন এখনই

GP Birla Scholarship এর সুবিধা

এই স্কলারশিপের মাধ্যমে আপনি পড়াশোনা চলা কালীন কোন কোন সুবিধা পাবেন তার তালিকা নিচে দেওয়া হল। আপনি যদি কোন কোন সুবিধা পেতে চলেছেন এই স্কলারশিপের মাধ্যমে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি নিচের তালিকাটি ভালো করে দেখুন।

  1. এই স্কলারশিপ পাবার জন্য আপনি যদি নির্বাচিত হন তাহলে পড়াশোনা চলাকালীন আপনি প্রতি বৎসর 50,000 টাকা করে টিউশন ফি, হোস্টেল ফি এবং অন্যান্য খরচ বাবদ পাবেন।
  2. এছাড়াও, আপনি বই কেনার জন্য এককালীন 7,000 টাকা পাবেন।

GP Birla Scholarship এর জন্য প্রয়জনীয় নথি

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনার কোন কোন ডকুমেন্টের প্রয়োজন তা নিচের তালিকায় দেখে নিন।

  • আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি।
  • পারিবারিক আয়ের শংসাপত্র (ফর্ম ১৬ / সেলারি স্লিপ / আয়কর রিটার্ন / আপনার বিডিও থেকে তোলা ইনকাম সার্টিফিকেট)।
  • উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট।
  • উচ্চমাধ্যমিকের মার্কশীট।
  • নতুন কোর্সে ভর্তির রসিদ।
  • বৈধ মোবাইল নম্বর।
  • জন্মের প্রমানপত্র।

আরও জানুন :- Saraswati Press Recruitment 2024: মাধ্যমিক পাশ করলেই নিয়োগ, জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য

আবেদন পদ্ধতি (GP Birla Scholarship 2024-2025)

এই স্কলারশিপের জন্য আবেদন আপনি অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই করতে পারবেন। নিচে আমরা আপনাদের দুটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করেছি আপনি চাইলে দেখে নিতে পারেন।

  • অনলাইন মাধ্যম :- সবার প্রথম আপনাকে আপনার ওয়েবব্রাউজারে https://www.gpbirlaedufoundation.com/user-application-form.php লিখে সার্চ করতে হবে। এরপর আপনার সামনে যে ফর্মটি চলে আসবে ওখানে আপনার সমস্ত নথি সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর আপনাকে আপনার সমস্ত প্রয়জনীয় ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। এরপর ‘Submit’ অপশনটির ওপর ক্লিক করতে হবে। এরপর ‘Application Form’ টি আপনাকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে।
  • অফলাইন মাধ্যম :- অফলানে ফর্মটি পূরণ করার জন্য আপনাকে এই প্রতিবেদনের নিচে দেওয়া ফর্মটি পূরণ করে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে: জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন, 78, সৈয়দ আমির আলি এভিনিউ, কলকাতা – 700019। (ল্যান্ডমার্ক: কলকাতা আইস স্কেটিং রিঙ্ক)

নির্বাচন প্রক্রিয়া (GP Birla Scholarship 2024-2025)

এই স্কলারশিপ এর জন্য সমস্ত ফর্মগুলি নিয়ে শর্টলিস্ট করার জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল বসবে। এরপর শর্টলিস্ট করা ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তারপর মেধা এবং আর্থিক প্রয়োজনের ভিত্তিতে এই স্কলারশিপ আপনাকে প্রদান করা হবে।

আরও জানুন :- Free Solar Rooftop Yojana বিনা খরচে সরকার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে দেবে, কি করতে হবে বিস্তারিত জানুন

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইট : Click Here

অনলাইন ফর্ম : Click Here

অফলাইন ফর্ম : Download

শেষ কথা

সকলকে অশেষ ধন্যবাদ,আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য। আমাদের এই সাইটে আমরা প্রতিনিয়ত নতুন ফোনের আপডেট, নতুন গাড়ির আপডেট,সরকারি নিয়োগ ও প্রকল্প এবং বিভিন্ন বস্তুর বর্তমানে সঠিক দাম কত চলছে সেই সম্পর্কে আপডেট দিয়ে থাকি। আপনি যদি নতুন ফোনের আপডেট, নতুন গাড়ির আপডেট, সরকারি নিয়োগ ও প্রকল্প এবং বিভিন্ন বস্তুর বর্তমানে সঠিক দাম কত চলছে এই সম্পর্কে আপডেটেড থাকতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিসিট করতে পারেন।

এছাড়াও, GP Birla Scholarship 2024-2025: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন ৫০,০০০ টাকা এই সম্পর্কে সঠিক তথ্য পেয়ে থাকেন তাহলে আমাদের এই পোস্টটি আপনার চেনা মানুষদের সাথে শেয়ার করে দেবেন ও এই পোস্টটি সম্পর্কে বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি তা কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার সমস্ত কমেন্টের গুরুত্ব সমানভাবে দেব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment