Income Tax Return (ITR): আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে এখনও পর্যন্ত রিফান্ড পাননি তাদের জন্য সুখবর। ইতিমধ্যেই রিফান্ড প্রক্রিয়া চালু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। এখানে বিশেষ ব্যাপার হলো যদি আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে দেরি হয়ে হয় তার জন্য সরকার আপনাকে সুদ প্রদান করবে। তাহলে আসুন জেনেনিন কত টাকা পর্যন্ত টাকা পাবেন, এবং টাকা পাওয়ার জন্য কি করতে হবে ? সবকিছু বিস্তারিত।
এবার ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে দেরি হলে সরকার সুদ দেবে (ITR)
আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা আয়কর রিটার্ন দাখিল করার পর রিফান্ড পাওয়ার আশায় বসে আছেন। এক্ষেত্রে আপনার রিফান্ড পেতে একটু সময় লাগলেও চিন্তার কোনো বিষয় নেই। আপনার ITR ফাইল নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিকভাবে জমা হয়ে থাকলে সুদ সমেত সেই টাকা ফেরত পেয়ে যাবেন। ইনকাম ট্যাক্স দপ্তর থেকে ট্যাক্স রিফান্ড ইস্যু করতে দেরি হলে সরকার সেই সমস্ত করদাতাদের ট্যাক্সের উপর দেরি হওয়া সময়ের সুদ সমেত ফেরত দেবে।
আপনাদের জেনে রাখা ভালো এর বিশেষ কিছু নিয়ম আছে। এখানে আপনি যে পরিমান টাকা রিফান্ড পাবেন, সেই পরিমান টাকা যদি আপনার মোট ট্যাক্সের ১০ শতাংশের কম হয় তাহলে সুদ পাবেন না। অর্থাৎ আপনার মোট ট্যাক্সের ১০ শতাংশের বেশি হয় সেক্ষেত্রে সরকার ওই টাকার উপর প্রতিমাসে ০.৫ শতাংশ অর্থাৎ বার্ষিক ৬ শতাংশ সুদ দেবে। এই সুদের টাকা ১ এপ্রিল থেকে ফেরত প্রাপ্তির তারিখ পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
যদি রিফান্ড পেতে দেরি হয় তাহলে কি করবেন ?
অনেক সময় আয়কর রিটার্ন দাখিল করার সময় আমাদের কিছু ভুল হয়ে যায়, যার কারণেই রিফান্ড পেতে অনেকটা বেশি সময় লেগে যায়। এইরকম কোনো ভুল হয়ে থাকলে প্রথমেই আপনার মেইল চেক করা দরকার। যদি মেইলের মাধ্যমে আয়কর বিভাগ কোনো ভুল সংশোধন করতে বলে, আগে সেই ভুল সমাধান করতে হবে।
তবে আপনি যদি এইরকম কোনো মেইল না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আয়কর বিভাগের পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। কিভাবে চেক করবেন নিচে দেওয়া হলো।
- প্রথমে https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html পেজটি খুলুন।
- পেজটি স্ক্রোল করে আপনার প্যান নম্বর এবং অর্থ ফেরতের বছর লিখুন।
- এরপর আপনাকে একটি ক্যাপচার পূরণ করতে হবে।
- এরপর Proceed-এ ক্লিক করলেই স্ট্যাটাস দেখতে পাবেন।
ধরুন আপনার ফেরতের অনুরোধ প্রত্যাখ্যান না হয়ে থাকে এবং আপনি ফেরত না পান, তাহলে Incometax.gov.in ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে পারেন। এছাড়াও আপনি ইনকাম ট্যাক্স বিভাগের টোল ফ্রি নম্বর 1800-103-4455-এ ছুটির দিন বাদে যেকোনো দিন সকাল ৮ থেকে রাত্রি ৮ টার মধ্যে কল করে অভিযোগ করতে পারেন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে গিয়েও অভিযোগ জানাতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করলে আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।