CSL Recruitment 2024 :- আমাদের রাজ্যের যে সকল চাকরিপ্রার্থী অনেকদিন থেকে একটি ভালো চাকরির সন্ধান করছেন, তাদের জন্য বিশেষ সুখবর। সম্প্রতি কোচিন শিপইয়ার্ড লিমিটেড অর্থাৎ CSL এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়া, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
আরও জানুন :- LIC Agent Income: ভারতবর্ষে লক্ষাধিক LIC এজেন্ট রয়েছে, তাদের মাসিক ইনকাম কত আপনি কি জানেন ?
CSL Recruitment 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য
কোচিন শিপইয়ার্ড লিমিটেড অর্থাৎ CSL কর্তৃক আয়োজিত নিয়োগ প্রক্রিয়ায় আপনি এই দেশের, এই রাজ্যের যেকোনো জেলার স্থায়ীবাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ায় শুধুমাত্র পরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের তালিকাটি ভালো করে দেখুন।
বিষয় | বিবরণ |
---|---|
নোটিশ নং | CSL/P&A/RECTT/CONTRACT/Ex-Servicemen/2021/9 |
নোটিশ প্রকাশের তারিখ | 08/08/2024 |
পদের নাম | 1. ড্রাইভার (সিআই ইএসএফ – কুইক রেসপন্স ভেহিকেল) – 04 টি। 2. ড্রাইভার ( এম্বুলেন্স ভ্যান) – 05 টি। 3. ড্রাইভার ( স্টাফ চর) – 05 টি। 4. ড্রাইভার (ট্রাক/ পিক আপ ভ্যান) – 07 টি। 5. অপেরেটর (ডিজেল ত্রেন) – 09 টি। 6. অপারেটর (ফায়ার টেন্ডার) – 02 টি। 7. অপারেটর (ফর্কলিস্ট/এরিয়াল ওয়ার্ক প্লাটফর্ম) – 49 টি। |
মোট শূন্যপদ | 81 টি। |
শিক্ষাগত যোগ্যতা | কোচিন শিপইয়ার্ড লিমিটেড অর্থাৎ CSL কর্তৃক আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হলে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী পাশ কোর্টের হবে। আপনাদের জানিয়ে রাখি, ড্রাইভার পোস্টে চাকরি করতে হলে আবেদনকারীর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। |
বয়সসীমা | কোচিন শিপইয়ার্ড লিমিটেড অর্থাৎ CSL কর্তৃক আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হলে, সমস্ত চাকরিপ্রার্থীদের বয়স 57 বৎসরের মধ্যে হতে হবে। |
মাসিক বেতন | এই পদগুলির মধ্যে আপনি যদি যেকোনো একটি পদে চাকরি করার জন্য নির্বাচিত হন, তাহলে আপনাকে মাসিক বেতন হিসাবে 28,000 টাকা দেওয়া হবে। |
ইন্টারভিউয়ের তারিখ | অপারেটর পদের জন্য – 21/08/2024 ড্রাইভার পদের জন্য – 22/08/2024 |
আবেদন পদ্ধতি (CSL Recruitment 2024)
কোচিন শিপইয়ার্ড লিমিটেড অর্থাৎ CSL কর্তৃক আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম আবেদন পদ্ধতি নেই। আপনি যদি এই পদগুলিতে চাকরি করতে চান তাহলে সমস্ত নথি নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা (CSL Recruitment 2024)
রিক্রিয়েশন ক্লাব কোচিং শিপইয়ার্ড লিমিটেড থেভারা গেট কচি – 682015
আরও জানুন :- WEBEL Recruitment 2024: স্বপ্নের চাকরি! পশ্চিমবঙ্গে উচ্চ বেতনে বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ, আবেদন করুন আজই
নিয়োগ পদ্ধতি (CSL Recruitment 2024)
কোচিন শিপইয়ার্ড লিমিটেড অর্থাৎ CSL কর্তৃক আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়াটি শুধুমাত্র সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে। আপনি যদি ইন্টারভিউতে পাশ করতে পারেন তাহলে আপনাকে সরাসরি নিয়োগ পত্র ধরিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিশ : Download
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here
What’s App Channel :- Join Now