Mutual Fund SIP Calculation: সময়ের সাথে সাথে মানুষ অনেক স্মার্ট হয়েছে, যার কারণেই বর্তমান সময়ে আগের মতো ব্যাঙ্কে টাকা ফেলে না রেখে বিভিন্ন স্কিম বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে। কিন্তু মিউচুয়াল ফান্ডে একটু ঝুঁকির সম্ভবনা থাকলেও ভালো রিটার্ন পাওয়ার আশায় বিনিয়োগ করে চলেছে। প্রত্যেক মাসে সামান্য কিছু টাকা বিনিয়োগ করে একটি বড়ো তহবিল তৈরী করা সম্ভব। এখন আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে আমি আপনাদের জানাবো কিভাবে প্রতিমাসে ৫,০০০ টাকার SIP করলে কোটিপতি হতে পারবেন।
Mutual Fund থেকে কত পরিমান রিটার্ন পাওয়া যাবে ?
আপনাদের জানিয়ে রাখি মিউচুয়াল ফান্ড সরাসরি শেয়ার মার্কেটের সাথে যুক্ত, যার কারণে প্রত্যেকদিন একই পরিমান রিটার্ন পাওয়া যায়না। শেয়ার বাজার উঠা নামার সাথে সাথে রিটার্ন উঠা নামা করে। তবে একটু যাচাই করে ভালো মিউচুয়াল ফান্ডে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে প্রায় ১২ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে। তবে এখন কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যেখান থেকে ১৫ শতাংশ বা তারও বেশি রিটার্ন দিচ্ছে। তবে মিউচুয়াল ফান্ডে যত পরিমান ঝুঁকি নেওয়া যাবে রিটার্নও তেমন বেশি পাওয়া যাবে।
আরও জানুন >> Post Office SCSS: এবার পোস্ট অফিসের এই স্কিমে প্রবীণ নাগরিকরা মাত্র ৫ বছরে সুদ পাবেন ১২ লক্ষের বেশি, জানুন বিস্তারিত
মাসিক ৫,০০০ টাকা SIP করে কোটিপতি হতে কতদিন সময় লাগবে?
মনে করুন আপনি একটি মিউচুয়াল ফান্ডে ৫,০০০ টাকার SIP করছেন এবং সেখান থেকে ১২ শতাংশ করে রিটার্ন পাচ্ছেন তাহলে কোটিপতি হতে ২৬ বছর সময় লাগবে। এই ২৬ বছরে ৫,০০০ টাকা করে মাসিক জমা করলে যে পরিমান টাকা হবে তা হলো ১৫,৬০,০০০ টাকা, এবং ১২ শতাংশ হারে সুদ পেলে সুদের পরিমান হবে ৯১,৯৫,৫৬০ টাকা। তাহলে ২৬ বছর পর আপনার কাছে মোট ১,০৭,৫৫,৫৬০ টাকা হবে।
এছাড়া আপনি যদি বিবেচনা করে একটি ভালো মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন এবং সেখান থেকে বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন পান তাহলে আরও কম সময়ে কোটিপতি হতে পারবেন। এখানে আপনি যদি প্রত্যেক মাসে ৫,০০০ টাকার SIP করেন সেক্ষেত্রে ২২ বছরেই কোটিপতি হতে পারবেন। এই ২২ বছরের আপনার জমা করা টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে ১৩,২০,০০০ টাকা এবং বার্ষিক ১৫ শতাংশ রিটার্ন অনুযায়ী সুদ হবে ৯০,৩৩,২৯৫ টাকা। অর্থাৎ আপনি মাত্র ২২ বছরেই ১,০৩,৫৩,২৯৫ টাকার মালিক হয়ে যাবেন।
আরও জানুন >> BECIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ, মাসিক বেতন ৮০,০০০ টাকা – আবেদন করুন এখনই
আপনারা যদি এই রকম করে প্রতি মাসে স্বল্প পরিমান টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে সহজেই কোটিপতি হতে পারবেন। তবে আপনাদের খেয়াল রাখতে হবে ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করলে ঝুঁকির পরিমান বাড়তে পারে। আপনাদের জানিয়ে রাখি আমরা সবসময় আপনাদের সেরা মিউচুয়াল ফান্ড এবং স্কিম সম্পর্কে সবথেকে তাড়াতাড়ি খবর দিয়ে থাকি। যে কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে ভালোকরে ফান্ডটি সম্পর্কে জানকারী নিতে ভুলবেন না, নাহলে পরবর্তী সময়ে আপনাকেই বিপদে পড়তে হবে।