BRO Recruitment 2024 :- আমাদের রাজ্যের যে সকল চাকরিপ্রার্থী BRO অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশনে চাকরি করার কথা ভাবছেন, তাদের জন্য বিশাল সুখবর। সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে BRO। আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে চান বা আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে জানতে চান, মোট শূন্যপদ কতগুলি জানতে চান, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে জানতে চান, আবেদন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরও জানুন :- West Bengal SET 2024: অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন এখনই
BRO Recruitment 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য
বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO কর্তৃক আয়োজিত নিয়োগ প্রক্রিয়ায় আপনি এই দেশের, এই রাজ্যের যেকোনো জেলার স্থায়ীবাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের তালিকাটি ভালো করে দেখুন।
বিষয় | বিবরণ |
---|---|
নোটিশ নং | CBC 10901/11/0013/2425 |
পদের নাম | Draughtsman, Supervisor, Turner, Machinist, Driver Mechanical Transport, Driver Road Roller(OG) ও Operator Excavating Machinery। |
মোট শূন্যপদ | 466 টি। |
শিক্ষাগত যোগ্যতা | বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO কর্তৃক আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু অনেক ধরনের পোস্ট আছে। তাই আলাদা আলাদা পোস্টার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনি যে পোস্টার জন্য আবেদন করতে চান সেই পোস্টে কোন ধরণের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি থেকে দেখে নিন। |
বয়সসীমা | বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO কর্তৃক আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স 18 বৎসর থেকে 27 বৎসরের মধ্যে হতে হবে। |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ | 10/08/2024 |
আবেদনের শেষ তারিখ | অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ সমন্ধে কিছু জানানো নেই। |
আরও জানুন :- WB Group D & C Recruitment 2024: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
আবেদন পদ্ধতি (BRO Recruitment 2024)
বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO কর্তৃক আয়োজিত এই পদগুলির জন্য আবেদন করতে হলে আপনাকে আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সবার প্রথম আপনাকে আপনার ওয়েবব্রাউজারে গিয়ে https://www.bro.gov.in/ লিখে সার্চ করতে হবে। তারপর, আপনার সামনে যে পেজটি খুলবে ওখানে সঠিক নোটিশটি আপনাকে খুঁজে নিয়ে ‘Apply Online’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর, আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এরপর, সমস্ত প্রয়জনীয় ডকুমেন্ট আপলোড করে দিয়ে ‘Submit’ এর ওপর ক্লিক করতে হবে। এরপর, আপনাকে আপনার ‘Acknowledgement Slip’ টি ডাউনলোড করে নিতে হবে, যা আপনার ‘Admit Card’ ডাউনলোড করার সময় কাজে লাগবে।
নিয়োগ পদ্ধতি (BRO Recruitment 2024)
বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO এর তরফ থেকে আয়োজিত এই সকল পদগুলির জন্য নিয়োগ পদ্ধতি মোট 4 টি ধাপে সম্পূর্ণ করা হবে। নিচের তালিকায় এই ধাপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল, আপনি চাইলে তা দেখে নিতে পারেন।
- লিখিত পরীক্ষা :- সবার প্রথম আপনাকে সাধারণ জ্ঞানের ওপর মোট 100 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
- শারীরিক পরীক্ষা :- লিখিত পরীক্ষায় উত্তীর্ন হলে আপনার শারীরিক দক্ষতার ওপর পরীক্ষা নেওয়া হবে। যেখানে আপনাকে দৌড়, লং জাম্প, হাই জাম্প এবং অন্যান্য ফিজিক্যাল টেস্টে পাশ করতে হবে।
- মেডিক্যাল চেকআপ :-শারীরিক পরীক্ষায় উত্তীর্ন হলে আপনার মেডিক্যাল পরীক্ষা করা হবে। যেখানে আপনার শারীরিক সুস্থতা যাচাই করা হবে।
- ডকুমেন্ট যাচাই :- আগের সমস্ত পরীক্ষাগুলিতে উত্তীর্ন হলে, এবার আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যার মাধ্যমে দেখা হবে আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা।
আরও জানুন :- WB Food Department Recruitment 2024: কম্পিউটার জানা থাকলেই পাবেন চাকরি, জানুন কিভাবে আবেদন করবেন
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিশ : Download
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here
অনলাইনে আবেদন : Apply Now
What’s App Channel :- Join Now