আর চিন্তা নেই এবার থেকে কৃষকরা মাসে ৩,০০০ টাকা করে পাবে, প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার অধীনে, এখান থেকে আবেদন করুন

Subham

PM Kisan Maandhan Yojona 2024

Pradhan Mantri Kisan Maandhan Yojona 2024: এদেশের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। আর এইসব প্রকল্পের মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা। যেখানে কৃষকরা অবসর নেওয়ার পর প্রতি মাসে তাদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পেয়ে থাকেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই সুবিধা পাননি তাহলে আপনারা যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে কি করতে হবে ভালোভাবে জেনে নিন।

google news

প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা PM Kisan Maandhan Yojona 2024

আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (Pradhan Mantri Kisan Maandhan Yojona) মূলত দেশের সমস্ত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষী ভাইদের অবসরের পর আর্থিক দিক থেকে খানিকটা নিরাপত্তা দেওয়া। প্রথম এই যোজনাটি চালু হয় মোদি সরকারের অধীনে ২০১৯ সালে। এই প্রকল্প থেকে দেশের কৃষকরা বয়স কালে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন পান। এক্ষেত্রে সেইসব কৃষকদের ১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের মধ্যে আবেদন করতে হয়, তবে এর জন্য ৫৫ টাকা থেকে ২০০ টাকা করে আবেদনের পর থেকে বিনিয়োগ করতে হয়। তবে এই টাকার পরিমান কিন্তু আপনার আবেদনের বয়সের উপর নির্ভর করে। রাখবেন এখানে কিন্তু একজন কৃষকের অবদানের সমান সরকারও অবদান রাখে।

আরও জানুন >> Digital India Corporation Recruitment 2024: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ – সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানুন একটি ক্লিকে

কারা পারবেন এই প্রকল্পে আবেদন করতে ?

এই প্রকল্পে কেবলমাত্র এদেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরাই আবেদন করতে পারবেন। তবে কিন্তু যেসব কৃষকের জমির পরিমান ২ হেক্টরের বেশি হয় তাহলে প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় আবেদন করতে পারবে না। এছাড়া আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (Pradhan Mantri Kisan Maandhan Yojona)-তে আবেদন করার জন্য বেশ কিছু নথিপত্রের প্রয়োজন, যেগুলি নিম্নরূপ:

  • আধার কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • ইনকাম সার্টিফিকেট
  • জমির দলিল
  • পাসপোর্ট সাইজ ফটো
  • আবাসিক শংসাপত্র

আরও জানুন >> West Bengal Govt DEO Job Recruitment 2024: ভূমি রেজিস্ট্রি অফিসে নতুন করে DEO পদে কর্মী নিয়োগ, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জেনে নিন এখনই

আবেদন করার সঠিক পদ্ধতি

  • আবেদন করার জন্য আপনাকে প্রথমে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)-এ এ যেতে হবে।
  • এরপর আপনাকে সেখানে প্রয়োজনীয় তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ দিতে হবে।
  • গ্রাম পর্যায়ের উদ্যোক্তা (VLE)-কে প্রাথমিক আবেদনের পরিমাণ নগদ দিতে হবে।
  • এছাড়াও আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ফোন নম্বর এবং ই-মেইল এর মতো নিজের ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
  • এরপর VLE অনলাইনে আপনার আবেদটি সাবমিট করবে।
  • এরপর সিস্টেম আপনার বয়স অনুযায়ী মাসিক অবদান গণনা করবে।
  • এরপর আপনাকে VLE-তে সাবস্ক্রিপশনের পরিমাণ নগদে পরিশোধ করতে হবে।
  • এরপর আপনাকে সিস্টেমের তৈরি একটি অটো ডেবিট ফর্ম স্বাক্ষর করতে হবে।
  • এরপর আপনি একটি বিশেষ কিষান পেনশন অ্যাকাউন্ট নম্বর পাবেন এবং আপনার বিবরণ সহ একটি কিষান কার্ড প্রিন্ট করা হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন- Apply Now

সকল চাষীভাইদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা যদি অবসরের পর নিজেদের জীবনকে আর্থিক দিকথেকে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় আবেদন করে রাখতে পারেন। আবেদনের পর স্বল্প কিছু টাকা দিতে হলেও পরবর্তী সময়ে অনেক উপকার পাবেন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment